উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবল বর্ষণে পাহাড় ধসে হতাহত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। বুধবার উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মিলিত হন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ, রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোহা উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও ক্যাম্প ইনচার্জরা উপস্থিত ছিলেন।