চিলাহাটি স্টেশনে এলো ভারতীয় ২ পাওয়ার ইঞ্জিন

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
আগামী ১ আগস্ট থেকে ভারতের হলদিবাড়ি ও নীলফামারীর চিলাহাটি রেলপথে পণ্য আমদানি ও রফতানি শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ভারতীয় হলদিবাড়ি রেলস্টেশন থেকে ২পাওয়ার ইঞ্জিন ৪০৪০৩/৪০৪০৪ ডাবলু ডিপিফরডি ১২ রেল কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশনে আসে। এর আগে জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন থেকে ২০২০ সালের ১৭ ডিসেম্বর কয়েকটি খালি মালবাহী ওয়াগান নিয়ে বাংলাদেশের একটি পাওয়ার ইঞ্জিন ভারতের হলদিবাড়ী রেলস্টেশনের অভিমুখে প্রথম যাত্রা করেছিল। আগতদের ফুল দিয়ে স্বাগত জানান চিলাহাটি রেলস্টেশনের স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম, পি ডাবলু সুলতান মৃধা, ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম প্রমুখ।