ত্রিশালে দুই মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ০০:০০

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বায়তুল ফালাহ্‌ হাফেজিয়া মাদ্রাসার রামিন (১২) নামের এক ছাত্র গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রামিন উপজেলার চরমাদাখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। ছেলে নিখোঁজের ঘটনায় বাবা নিজাম উদ্দিন ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবার ও জিডি সূত্রে জানা যায়, রামিন ওই মাদ্রাসার পাশের জনৈক সিরাজ উদ্দিনের বাড়িতে লজিং থেকে হেফজ শাখায় পড়ালেখা করত। এ অবস্থায় গত ২৭ মে সকালে রামিন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এর একদিন পর ওই মাদ্রাসার হাফেজ ইউনুস আলী রামিন নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাবা নিজাম উদ্দিনকে মুঠোফোনে জানান। এর পর থেকেই রামিনের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িসহ বহু স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে ৭ জুন ত্রিশাল থানায় ওই ছাত্রের বাবা জিডি করেন।