সৈয়দ আশরাফুল ইসলামের মু্যরাল ভাঙচুর দুষ্কৃতিকারী গ্রেপ্তার

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ০০:০০

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকায় সৈয়দ নজরুল ইসলাম চত্বর সংলগ্ন স্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নবনির্মিত মু্যরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুস্কৃতিকারীরা মু্যরালটিতে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজের উদ্বোধনী নামফলক এবং সৈয়দ আশরাফুল ইসলামের মু্যরালে ভাঙচুর করে। এ ঘটনায় শুক্রবার কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা (নং-২৮) দায়ের করেছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে মামলার বাদী এজাহারে উলেস্নখ করেছেন। মামলা দায়েরের পর শুক্রবার বিকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে পারভেজ (৪০) নামে এক দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাল ৪টার দিকে ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী পশ্চিমপাড়ার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে। সে শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকে।