মনোনয়নপ্রত্যাশী চার নেতা একমঞ্চে

ফরিদপুর-১ আসন

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

বোয়ালমারী (ফরিদপুর ) সংবাদদাতা
ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতা একমঞ্চে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শনিবার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে ওই বধির্ত সভায় তৃণমূল? নেতাকমীের্দর আহŸানে সাড়া দিয়ে মনোনয়ন প্রত্যাশী ওই চার নেতা এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তৃণমূল নেতাকমীের্দর অবমূল্যায়ন, সাধারণ মানুষের সঙ্গে দুবর্্যবহার, নিজের পছন্দের লোকদের দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করা থেকে জনবিচ্ছিন্নতার দায়ে আব্দুর রহমান এমপিকে বজর্ন করেন নেতাকমীর্রা। চার নেতারা হলেন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ কাজী সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাংবাদিক আরিফুর রহমান দোলন। তাদের উপস্থিতিতে বিগত ১০ বছরে পরীক্ষিত আওয়ামী লীগের নেতাকমীর্রা বতর্মান এমপির বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বধির্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র মোজাফফর হোসেন মিয়া বাবলু, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সদস্য মোহাম্মদ আসাদুল করিম, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, আবু জাফর সিদ্দিকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, রূপাপাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজার রহমান, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লা, ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিম, ছাত্রলীগ নেতা রাহাদুল আকতার তপন প্রমুখ উপস্থিত ছিলেন।