আশ্রয়স্থল হয়েছে এখন কর্মসংস্থানও হবে -দিনাজপুর ডিসি

প্রকাশ | ০১ আগস্ট ২০২১, ০০:০০

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য আবাসন প্রকল্পের বাসিন্দাদের উদ্দেশে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার সবার জন্য আবাসন ব্যবস্থা, সেটি বাস্তবায়ন হয়েছে। এখন আবাসনের বাসিন্দাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কর্মসংস্থান সৃষ্টির কাজ চলছে। জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে অনেক গৃহবধূকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা এখন ঘরে বসে আয় করছেন। অন্যদের বিভিন্ন টেকনিশিয়ান ও সবজি উৎপাদনসহ বিভিন্ন আর্থিক উন্নায়নের কাজ দেওয়া হবে। শনিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সর্ববৃহৎ আবাসন প্রকল্প খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া গ্রাম পরিদর্শন করে জেলা প্রশাসক আবাসনের বাসিন্দাদের উদ্দেশে উপরোক্ত কথা বলেন। এ সময় বালুপাড়া আবাসনে একটি মসজিদ ও একটি মন্দির নির্মাণ করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ইউএনও রিয়াজ উদ্দিন প্রমুখ।