শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামপুরে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ০১ আগস্ট ২০২১, ০০:০০

জামালপুরের ইসলামপুরে শহীদ মেজর খালেদ মোশারফ বীর উত্তম সেতুর নিচ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে এলাকাবাসীর আয়োজনে ব্রহ্মপুত্র সেতুর নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বালু সিন্ডিকেট অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। ফলে নদীপাড়, ফসলি জমি, বসতভিটাসহ সেতুটি হুমকির মুখে। তাই স্থানীয়রা বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আলাল খন্দকার, দুলাল খন্দাকর, সামছুল সেখ, হাবিল শেখ, দুলা শেখ, ময়নাল সেখ, প্রবীর কর্মকার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ বলেন, 'মানববন্ধের বিষয়টি আমি জেনেছি, শিগগিরই বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে