অর্থাভাবে থমকে আছে গেরিলা আমীরের চিকিৎসা

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ০০:০০

ম বামনা (বরগুনা) প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন খান (৬৫)। এলাকায় পরিচিত গেরিলা আমীর নামে। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর হেড কোয়ার্টার বুকাবুনিয়ার অধীনে যুদ্ধ করেছেন তিনি। বামনা থানা হানাদার আক্রমণের সময় থানার ভেতরে দুটি গ্রেনেড নিক্ষেপ করে তা মুক্ত করেন। সেই থেকে তাকে সবাই গেরিলা আমীর নামেই ডাকেন। গেরিলা আমীর বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ডা. জুলফিকার আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি তিনি পক্ষাঘাতগ্রস্তও। গত ১ জুলাই থেকে তিনি হাসপাতালের ৫ম তলায় ১০ নম্বর ওয়ার্ডের ৪৯ নম্বর বেডে ভর্তি রয়েছেন। এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসায় ইতোমধ্যে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ হয়েছে। এ অবস্থায় পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাকে সহায়তা পাঠানোর অ্যাকাউন্ট নম্বর- সোনালী ব্যাংক, বামনা শাখা, ৪৩০৩১০০০১০১৩৪। যোগাযোগ নম্বর- ০১৭৮৮৬৯৬৮৬৩।