শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নিকান্ডের ১৬ দিনেও চালু হয়নি আইসিইউ

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০২ আগস্ট ২০২১, ০০:০০

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে অগ্নিকান্ডের ১৬ দিন পেরিয়ে গেলেও নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চালু হয়নি। ফলে জেলার ১২টি উপজেলার করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীরা আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই হাসপাতালের ৫০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটের ১০ শয্যার আইসিইউতে অগ্নিকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, আইসিইউতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিনের মাত্রাতিরিক্ত ব্যবহার ও নির্দেশনা অনুযায়ী ব্যবহার না করায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম সজিব জানান, আইসিইউ এখনো পুরোপুরি চালু করা যায়নি। তবে আইসিইউ প্রস্তুতের কাজ অনেকটা শেষের দিকে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান জানান, রোববার থেকে সীমিত আকারে আইসিইউ চালু করা হয়েছে। তবে এসি চালানো সম্ভব হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে