শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা চিকিৎসায় ২৪ ঘণ্টাই মাঠে ডা. শাহ-আলম রুবেল

ম বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২১, ০০:০০

করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত যশোরের বাঘারপাড়ায় সাড়ে ৪ শতাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এর বেশির ভাগ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল। এমনকি ২৪ ঘণ্টা কার্যকর টেলিমেডিসিনেও রোগীদের সেবা দিয়ে চলেছেন। কখনো আউটডোরে আবার কখনো করোনার নমুনা সংগ্রহ ও টিকা প্রদানে সহযোগিতা- এগুলো তার নিত্যদিনের কাজ। তার দেওয়া চিকিৎসায় প্রায় সবাই সুস্থ হয়েছেন। ভালো সেবা পেয়ে খুশি হয়েছেন করোনা আক্রান্ত রোগীরাও। ডা. শাহ-আলম রুবেল যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আজমতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি উচ্চতর ডিগ্রির জন্য ঢাকা মেডিকেলে অর্থপেডিক সার্জারি (এমএস) পড়াশোনা করছেন। এছাড়া জেনারেল সার্জারিতে এফসিপিএস পার্ট-১ পাস করেছেন। তার বাবা বাঘারপাড়া উপজেলার ভিটাবলস্না পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক। তার স্ত্রী ডা. জান্নাতুল আসেফীন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সহকারী সার্জন (এফসিপিএস মেডিসিন) হিসেবে কর্মরত আছেন। এ দম্পত্তির দুই বছর চার মাস বয়সের একজন ছেলে রয়েছে। তার পরেও থেমে নেই করোনা রোগীসহ অন্য রোগীদের চিকিৎসা সেবা।

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোগী রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের শামীম রেজা জানিয়েছেন, করোনার নমুনা দেওয়া থেকে শুরু করে ডা. শাহ-আলম রুবেলের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছি। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্মুখযোদ্ধাদের একজন ডা. শাহ-আলম রুবেল। তিনি সাহসিকতার সঙ্গে মাঠে কাজ করে চলেছেন। তার সঙ্গে সহযোগিতা করছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কৌশিক আশরাফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে