সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
খাদ্যসামগ্রী বিতরণ ম পাবনা প্রতিনিধি বাংলাদেশ হিন্দু যুব মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে করোনায় কর্মহীন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার পাবনার শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক আশিষ কুমার বসাক, সদস্য সচিব চঞ্চল কুমার সরকার, যুগ্ম মহাসচিব সৈহার্দ বসাক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লিটন সরকার প্রমুখ। টিকা রেজিস্ট্রেশন ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে রোববার বন্দরামপুরে আশুরা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে করোনার টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। বন্দরামপুর গ্রামের সমাজসেবক রাজা মিয়া সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কড়িকান্দি ইউপি সদস্য আবুল কাশেম ও মো. শাহআলম, সংস্থার প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের কাহারোলে কেন্দ্রীয় হরি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মনিরুল হাসান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি সুনীল চক্রবর্তী, কাহারোল থানার ওসি ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম ফারুক, প্রকৌশলী নিমাই চন্দ্র বৈষ্ণ প্রমুখ। কল্যাণ সমিতির সভা ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভা রোববার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাম রঞ্জন বিশ্বাস, বাসুদেব মন্ডল, অনাঙ্গ মন্ডল, আ. রাজ্জাক প্রমুখ।