মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০২ আগস্ট ২০২১, ০০:০০

কর্মসূচি উদ্বোধন

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মাসব্যাপী দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার শহরের এইচএসএস সড়কে জেলা যুবলীগ কার্যালয় চত্বরে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মো. ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুল, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন

ম গাইবান্ধা প্রতিনিধি

'গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুল মতিন সম্পাদিত 'গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য' তৃতীয় সংস্করণ গ্রন্থটি প্রকাশ করে গাইবান্ধা ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর ইউএনও মো. আব্দুর রাফিউল আলম প্রমুখ।

কার্যক্রম পরিদর্শন

ম হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর পরিদর্শন করেছেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। রোববার গোবরাকুড়া স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দরের শেডঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মো. হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, ইউপি চেয়ারম্যান এমএ সুরুজ মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, কাঞ্চন কুমার সরকার প্রমুখ।

জরুরি সভা

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

করোনা পরিস্থিতি মোকাবিলায় গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে রোববার অফিসার্স ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত

ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রোববার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আনম আবুজর গিফারী। এ সময় উপজেলা সদরের সততা কৃষি ভান্ডারকে ১০ হাজার, বংশীপুর কৃষি বিপণি বিতানকে ১৫ হাজার, গোডাউন মোড় কৃষি স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোদাচ্ছের বিলস্নাহ, মহিউদ্দিন প্রমুখ।

চাঁদাবাজকে গণধোলাই

ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মেঘনা উপজেলার মেঘনা নদীর মোহনায় নৌযানে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন একজন। রোববার নৌযানে চাঁদা তোলার সময় মোফাজ্জল হোসেন নামে এক চাঁদাবাজকে ধরে এলাকাবাসী গণধোলাই দেয়। তার বাড়ি উপজেলার মুঘারচর গ্রামে। এ সময় তার সঙ্গে থাকা অন্য চাঁদাবাজরা পালিয়ে যায়। মেঘনা থানার ওসি আব্দুল মজিদ বলেন, চাঁদাবাজি বন্ধে থানা ও নৌ-পুলিশ নিয়মিত নদীতে টহল দিচ্ছে।

এমপির মতবিনিময়

ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ২২টি পরিবার। রোববার তাদের সঙ্গে মতবিনিময় করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. আলমগীর হুসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল আহমেদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদার, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে