বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০২ আগস্ট ২০২১, ০০:০০

কমিটির সভা

ম ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা পৌরসভায় করোনার সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও নাহিদা আক্তার তানিয়া।

কনসেন্ট্রেটর প্রদান

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের ৫ উপজেলায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য 'আমেরিকাপ্রবাসী পঞ্চগড় কল্যাণ সমিতি নিউইয়র্ক' পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য রাখেন।

স্কাউট সদস্যদের প্রচেষ্টা

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় করোনাভাইরাস প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পাশাপাশি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কাউটস সদস্যরা। করোনাভাইরাস প্রতিরোধে কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন স্থানে তারা মাস্ক বিতরণসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এ ব্যাপারে রোভার স্কাউটস মান্দা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রেজাউল হক বলেন, ইউএনওর নির্দেশে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্কাউট সদস্যদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঁচটি ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন।

আনুষ্ঠানিক যাত্রা

ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের যাত্রা শুরু করেছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ৫০ শয্যার আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে হাসপাতাল পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ প্রমুখ।

মাস্ক বিতরণ

ম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদের সামনের রাস্তায় এই মাস্ক বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ এমএ মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক, প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. জাহেরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে