শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু

ম স্বদেশ ডেস্ক
  ০২ আগস্ট ২০২১, ০০:০০

যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন স্থানে শোকাবহ আগস্টের কর্মসূচির সূচনা হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের ব্যানার টানানো হয়। এদিকে নওগাঁর ধামইরহাটে শোকের মাসে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এ ছাড়াও বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোনা : নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রোববার সকাল ৬টা থেকে শোকাহত আগস্টের কর্মসূচির সূচনা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা, সার্কিট হাউস, জেলা পরিষদ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, সদর উপজেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়সহ সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধাজলি অর্পণের ব্যানার টানানো হয়েছে।

বানারীপাড়া (বরিশাল) : বানারীপাড়ায় দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ সদস্যের পক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হায়দার আলী, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ নেতাকর্মী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে আগস্ট মাসব্যাপী শোকের মাস হিসেবে ও ১৫ আগস্টকে সামনে রেখে মোমবাতি প্রজ্জ্বলন করে পৌর ছাত্রলীগ। এ উপলক্ষে ১ আগস্ট রাত ১২টা ০১ মিনিটে ধামইরহাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীলের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি কাশ্মির আহমেদ, নুর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক ফুয়াদ রেজা প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) : বিস্তারিত কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা রোববার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উদ্‌যাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের প্রধান ডা. বখতিয়ার আল মামুন, ভাইস চেয়ারম্যান রফিকু ইসলাম তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে