বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা শিথিল করায় ঢিলেঢালা লকডাউন

ম স্বদেশ ডেস্ক
  ০২ আগস্ট ২০২১, ০০:০০

শিল্পকারখানা খুলে দেওয়ায় রোববার গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা শিথিলের প্রভাব পড়ে সারাদেশে চলা কঠোর লকডাউনে। বিভিন্ন বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে জনগণকে বিধিনিষেধ মানাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্টে বিস্তারিত-

নাটোর : শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ায় রোববার গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার পর নাটোর বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানা হয়নি। শনিবার শহরের বড়হরিশপুর বাইপাস, বাসটার্মিনাল, বনপাড়া বাইপাসসহ বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী অধিকাংশ যাত্রী ট্রাক, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ বিভিন্নভাবে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

বাগেরহাট : বাগেরহাটে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত। শনিবার এসব ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৬৮ জনকে এক লাখ ২২ হাজার ৯০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এ সময় ১০ জনকে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে করোনা সংক্রমণ রোধে লকডাউনের দশম দিনে ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস রোববার পৌর শহরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০টি মামলায় ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। গত ১০ দিনে স্বাস্থ্যবিধি অমান্যে ৭২টি মামলায় ৪২ হাজার ৭০০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নের দশম দিন রোববার বিভিন্ন পয়েন্টে ও বাজারের দোকানপাটগুলো বন্ধ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে