শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

'কোনো মানুষ নদী ভাঙনের শিকার হয়ে গৃহহীন না হোক'

ফরিদপুর প্রতিনিধি
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০
ফরিদপুরের চন্দ্রপাড়ায় আড়িয়াল খাঁ নদের ভাঙন এলাকা পরিদর্শন করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি -যাযাদি

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, 'আমরা চাই কোনো মানুষ নদীভাঙনের শিকার হয়ে গৃহহীন না হোক। বর্তমান সরকার অসহায় মানুষের পাশে আছে।'

তিনি রোববার বিকালে চন্দ্রপাড়ায় আড়িয়াল খাঁ নদের ভাঙন এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহির আজাহার, ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বেপারী প্রমুখ।

এমপি নিক্সন আরও বলেন, আড়িয়াল খাঁ ও পদ্মার সদরপুর অংশে নদীভাঙন সমস্যা দীর্ঘ দিনের, এই সমস্যা সমাধানের জন্য সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে সমাধানের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা নদের গর্ভে চলে গেছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছে কয়েক গ্রামের মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে