ঢিলেঢালাভাবে অতিবাহিত কঠোর লকডাউনের ১২তম দিন

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
চাঁদপুরে লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন কুমিলস্না সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন -যাযাদি
দেশব্যাপী কঠোর লকডাউনের ১২ দিন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও সাধারণ মানুষের মধ্যে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। কঠোর লকডাউনে বাগেরহাট, হবিগঞ্জের মাধবপুর ও চট্টগ্রামের বোয়ালখালীতে ১৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড ও বাগেরহাটে একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত : চাঁদপুর : চলমান কঠোর লকডাউনে চাঁদপুর জেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন কুমিলস্না সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন। মঙ্গলবার প্রথমেই জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ১০টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এ সময় কুমিলস্না সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান, কর্নেল ইমরুল আল কায়েস চৌধুরী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিলস্নুর রহমান, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন। নাটোর : নাটোরে একেবারেই ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন। মঙ্গলবার লকডাউনের ১২তম দিনে স্বাভাবিক সময়ের মতো সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন ছোট যানবাহন। তবে বাসসহ বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচাবাজার ছাড়া অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। বাগেরহাট : বাগেরহাট জেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক অভিযানে ৬৮টি মামলায় ৩৪ হাজার ৩০০ টাকা অর্থ দন্ড ও একজনকে কারাদন্ড দেওয়া হয়। মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন এই অভিযান পরিচালনা করেন। বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে ৫৩ মামলায় ৬৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত চার দিনে ইউএনও নাজমুন নাহার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন। ইউএনও নাজমুন নাহার বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় ৫৩টি মামলায় ৬৯ হাজার ২০০ টাকা অর্থ দন্ড দেওয়া হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : পোশাক কারখানা, শিল্পকারখানা খুলে দেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বিধিনিষেধ অমান্য করেই চলছে প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন। এসব বাহনে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ পাওয়া গেছে।