শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গরিববান্ধব খুলনার পুলিশ সুপার

খুলনা অফিস
  ০৪ আগস্ট ২০২১, ০০:০০

মহামারী করোনাভাইরাসে চর্তুদিকে যখন জীবন-মৃতু্যর সন্ধিক্ষণ, তখন ঘোষিত কঠোর বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান।

মাত্র চার মাস আগে যোগ দিয়েই তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায়ও তিনি প্রশাসনিক মহলে প্রশংসা কুড়িয়েছেন।

জেলার ৯টি থানার আশেপাশের অনাহারীদের জন্য তিনি নিজ উদ্যোগে খাদ্যের ব্যবস্থা করছেন।

সম্প্রতি গভীর রাতে খুলনার দীঘলিয়া উপজেলায় স্বামী-সন্তান হারা ৭০ বছর বয়সী বৃদ্ধা জুলেখার অসুস্থ থাকার খবর পেয়ে পুলিশ সুপার চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও নগদ কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করেন।

পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান যায়যায়দিনকে বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি খুলনার ব্যবসায়ী মহল, সামাজিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে সম্প্রীতির বন্ধন রেখে বন্ধুসূলভ সম্পর্কে কাজ করে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে