মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দুস্থদের সাড়ে ৬ লাখ টাকার অনুদান দিল সোনালী ব্যাংক

বাগেরহাট প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২১, ০০:০০

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া লকডাউনে বাগেরহাটের খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক লি.। মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের কাছে মোট ছয় লাখ ৫০ হাজার টাকা তুলে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সোনালী ব্যাংক লি.-এর এজিএম শেখ আল মামুন ও এসপিও আহসান আলী এই অর্থ জেলা প্রশাসনের হাতে তুলে দেন।

জেলা প্রশাসনের মাধ্যমে বাগেরহাটের ৯টি উপজেলার ৩২৫ জনকে দুই হাজার টাকা করে বিতরণ করা হবে।

এজিএম শেখ আল মামুন বলেন, লকডাউনে সারাদেশের হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লি. সিআরএস বাজেট হতে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটে এই সহায়তা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে