আমনের দাম পেয়ে কৃষকের মুখে হাসি

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে ধান কাটতে ব্যস্ত কৃষকরা Ñযাযাদি
দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা-মাড়া; ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাজারে আগাম জাতের ধানের চাহিদাও বেশি। ধানের দাম ও ফলন দুটো পেয়ে তৃপ্তির হাসি হাসছেন কৃষক। এদিকে উপজেলা কৃষি কমর্কতার্ বলছেন আগাম জাতের ধান চাষ করে কৃষক একই সাথে দুটো লাভ করছে। তিনি বলেন, আগাম জাতের ধান কেটে ওই জমিতে রবি শস্য আলু, ভুট্টা ও সরিষা বা আউশ ধান চাষ করতে পারবে। এতে করে একই জমিতে বছরে চারটি ফসল উৎপাদন করতে পারছে। উপজেলা রাজারামপুর গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, আগাম জাতের এই ধান একরপ্রতি ৬২ মণ ফলন হচ্ছে। তিনি এই জমির ধান কেটে আলু ও ভুট্টা চাষ করবে। একই কথা বলেন পূবর্ রাজারামপুর গ্রামের কৃষক আবু বক্কর ও সুজাপুর গ্রামের কৃষক রমিজ উদ্দিন। কৃষক ফারুক হোসেন বলেন, বাজারে এই ধানের চাহিদা রয়েছে, তাই দামও ভালো পাওয়া যাচ্ছে। এই ধানের অথর্ দিয়ে আলুও চাষ করা হচ্ছে, আলু ক্ষেতের মধ্য দিয়ে ভুট্টাও চাষ হয়ে যাবে প্রায় একই খরচে। উপজেলা কৃষি কমর্কতার্ এটিএম হামিম আশরাফ জানান, এই উপজেলায় এই বছর ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।