রথীশ ভৌমিক হত্যায় অভিযোগপত্র

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
রথীশ চন্দ্র ভৌমিক
রংপুরে বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা (৫৮) হত্যা মামলার অভিযোগপত্র গঠন করেছেন আদালত। রোববার অভিযোগপত্র আমলে নিয়ে জেলা ও দায়রা জজ এবিএম নিজামুল হক বিচার কাযর্ক্রম শুরু করার আদেশ দেন। আগামী ৩০, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর মামলার পরবতীর্ সাক্ষ্যগ্রহণের তারিখ নিধার্রণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক। এর আগে সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার অভিযুক্ত দুই আসামি নিহত বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা এবং তার প্রেমিক শিক্ষক কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। রংপুরে জাপানি নাগরিক হোসে কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারপক্ষের কেঁৗসুলি, আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং সনাতন ধমীর্য় কল্যাণ স্ট্রাস্টের ট্রাস্টি ছিলেন অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা। বাবু সোনাকে হত্যার ঘটনায় দীপা ও কামরুল ইসলামকে অভিযুক্ত করে গত ১৩ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমীন মুক্তার আদালতে চাজির্শট দাখিল করেন মামলার তদন্ত কমর্কতার্ তৎকালীন রংপুরের কোতোয়ালি থানার উপপরিদশর্ক (এসআই) আল-আমিন। পরে শুনানি শেষে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেয় আদালত। মামলার তদন্ত কমর্কতার্ এসআই আল-আমিন জানান, আদালতে মিলন মোহন্তসহ আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিলন মোহন্ত। পরবতীের্ত এই মামলার অপর তিন আসামি সবুজ ইসলাম, রোকনুজ্জামান, খড় বিক্রেতা স্বপন রায়কে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক এবং তাকে সহযোগিতা করেন রংপুর বারের সিনিয়র আইনজীবী আব্দুল হক প্রামাণিক, আব্দুর রশীদ চৌধুরী, রইচ উদ্দীন বাদশা, খন্দকার রফিক হাসনাইনসহ শতাধিক আইনজীবী।