মনোনয়নপ্রত্যাশী রিপনের উঠানবৈঠক

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

বরিশাল অফিস
উঠানবৈঠকে বক্তৃতা করেন বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. সালাহউদ্দিন রিপন Ñযাযাদি
বরিশাল-৫ (সদর) আসনে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. সালাহউদ্দিন রিপনের সমথের্ন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে প্রায় ৬ হাজার নারীর অংশগ্রহণে রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন, সালাহউদ্দিন রিপন নিবাির্চত হবার আগেই ব্যক্তিগত উদ্যোগে ১০টি ইউনিয়নের অন্তত এক লক্ষ নারী-পুরুষকে চিকিৎসাসহ আথির্ক সহযোগিতা করেছেন। যখন কেউ বিপদে পড়েন সালাহউদ্দিন তার পাশে গিয়ে দঁাড়ান। সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ সালাহউদ্দিন রিপন বরিশাল সদরের সন্তান। ইতোপূবের্ আওয়ামী লীগের যারা মনোনয়ন পেয়েছেন, তারা কেউই বরিশালের নন। তাই বরিশালের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সালাহউদ্দিন রিপনকে আসছে নিবার্চনে তারা দলীয় প্রাথীর্ হিসেবে দেখতে চান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসআর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোক্তা সালাহউদ্দিন রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে কাজ করছেন। তার সামান্য একজন কমীর্ হিসেবে তিনিও নারীদের ক্ষমতায়নে কাজ করছেন। আগামী নিবার্চনে দলীয় মনোনয়ন না পেলেও তিনি নারীদের ক্ষমতায়নে কাজ করে যাবেন। অনুষ্ঠানে শায়েস্তবাদ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।