সড়ক দুঘর্টনা

তিন জেলায় নিহত ৫

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
গত দুই দিনে দেশের তিন জেলায় পৃথক সড়ক দুঘর্টনায় পঁাচজন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ চঁাদপুর : হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় সোমবার ভোরে চঁাদপুর-কুমিল্লা সড়কে এক সড়ক দুঘর্টনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোচালকসহ আরও দুইজন। আহতদের চঁাদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়েছে। দুঘর্টনায় নিহতরা হলেন এলেম হোসেন, তার ছেলে একরাম হোসেন এবং আবু সুফিয়ান নামের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাদের বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায়। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, সোমবার ভোরে চার যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার থেকে চঁাদপুরের দিকে যাচ্ছিল। অটোটি বাকিলার কাছে এলে অন্য একটি ভারী যান এটিকে সামনে থেকে ধাক্কা দেয়। পুলিশের ধারণা, যে যানটি অটোটিকে ধাক্কা দিয়েছে, সেটি কাভাডর্ ভ্যান হতে পারে। লালপুর (নাটোর) : লালপুরে মেঘনা ফিলিং সেন্টশনের একটি তেলবাহী ট্যাঙ্কলরী ও সিএনজির মুখমুখি সংঘষের্ ফারুক নামের একজন সিএনজিযাত্রী নিহত হয়েছেন এবং অপর তিনজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার লালপুর-নাটোর প্রধান সড়কের ওয়ালিয়া সেন্টার পাড়া নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত ফারুক রাজশাহী জেলার বাঘা উপজেলার পানিকামরা গ্রামের আমির হোসেনের ছেলে। জানা যায়, বনপাড়া থেকে গোপালপুরগামী একটি সিএনজি ওই স্থানে পেঁৗছলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কলরীর সঙ্গে মুখোমুখি সংঘষর্ ঘটলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং অপর তিনজন আহত হয়। সীতাকুÐ (চট্টগ্রাম) : সীতাকুÐে সড়ক দুঘর্টনায় আহত ইমন আল হাসান মারা গেছেন। টানা তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত সোমবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত ইমন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শেয়ারীপুল এলাকার বদরুজ্জামানের ছেলে। জানা যায়, গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুর বাজার এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেলআরোহী ইমন। দুঘর্টনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভতির্ করানো হয়। হাসপাতালের লাইফ সাপোটের্ থাকাকালে সোমবার তার মৃত্যু হয়।