রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফের ভতির্যুদ্ধ শুরু

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

রাবি প্রতিনিধি
রাবিতে ‘সি’ ইউনিটের ভতির্পরীক্ষা Ñযাযাদি
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবষের্ সোমবার সকাল ৮টায় সি ইউনিটের ভতির্পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের ভতির্যুদ্ধ। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে পরীক্ষার হল পরিদশর্ন করেন উপাচাযর্ অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সোমবার ১ ঘণ্টা করে ৫টি শিফটে ভতির্ প্রথম দিনের ভতির্পরীক্ষা হয়। এ ছাড়া আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ৯টা পযর্ন্ত বি ইউনিটের অধীন (৫০০০১ থেকে ৬৩৩৭৩) নং রোলধারী, সকাল ১০টা থেকে ১১টা পযর্ন্ত ই ইউনিটের অধীন (১০০০১- ২৫১৯৮) নং রোলধারী, দুপুর ১২টা থেকে ১টা পযর্ন্ত একই ইউনিটের (২৫১৯৯ থেকে ৪০৩৯৬) নং রোলধারী, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পযর্ন্ত এ ইউনিটের অধীন (১০০০১ থেকে ২৫৩২৬) নং রোলধারী, এবং বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পযর্ন্ত একই ইউনিটের (২৫৩২৭ থেকে ৪০৬৫২) রোলধারী শিক্ষাথীের্দর পরীক্ষার মাধ্যমে ভতির্পরীক্ষা শেষ হবে। ভতির্পরীক্ষার ফল প্রকাশ, বিষয় ও হল নিবার্চন, মাইগ্রেশনসহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভতির্পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (যঃঃঢ়://ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ) পাওয়া যাবে। উল্লেখ্য, এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫টি ইউনিটের আওতায় ৪ হাজার ৭০০ আসনের বিপরীতে মোট ১ লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে।