পাসপোটর্ করতে গিয়ে রোহিঙ্গা নারী শ্রীঘরে

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
নূরজাহান ও সুলতান
কক্সবাজার সদর উপজেলার মো. সুলতান মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা তরুণী নুর জাহানকে নিজ পুত্রবধূ সাজিয়ে কক্সবাজার আঞ্চলিক অফিসে পাসপোটর্ করার সময় তাদের আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের আটক করার পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় তাদের কাছ থেকে নকল জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন পিতা সেজে আসা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মৃত আব্দুল করিমের ছেলে মো. সুলতান (৫৮) ও কুতুপালং ডি-বøকের জাবের আহমদের মেয়ে রোহিঙ্গা তরুণী নুর জাহান (১৮)। কক্সবাজার আঞ্চলিক পাসপোটর্ অফিস কমর্কতার্ আবু নাঈম মাসুম জানান, অন্য দশজনের মতো সুলতান মেয়েটিকে নিয়ে অফিসে আসেন। মেয়েটি তার পুত্রবধূ পরিচয় দিয়ে পাসপোটের্র আবেদন জমা দেয়ার চেষ্টা করেন। প্রমাণস্বরূপ পরিবারের অনেকের স্মাটর্কাডর্ নিয়ে আসেন তারা। এ সময় তাদের কথা-বাতার্য় সন্দেহ হওয়ায় তাদের আটকে রাখা হয়। পরে পুলিশ এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে নুর জাহানকে পাসপোটর্ করাতে এনেছে স্বীকার করে সুলতান। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।