নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর বিএসএফের

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

ঠাকুরগঁাও প্রতিনিধি
নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ। রোববার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পযাের্য় পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর সম্পন্ন হয়। পতাকা বৈঠকের শতার্নুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ বালিয়াডাঙ্গী থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। শনিবার ভোরে গোলাম রব্বানী নামের এই বাংলাদেশি যুবক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে বিএসএফএর গুলিতে নিহত হন। সোমবার সকালে ৫০ বিজিবির অধিনায়ক লে. কনের্ল তুহিন মো. মাসুদ এ খবর টেলিফোনে নিশ্চিত করেন। রোববার সকালে লাশ ফেরত দেবার কথা থাকলেও বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত নিতে সন্ধ্যা হয়ে যায় বলে জানান বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ সাজেদুল ইসলাম। পরে রাত ৯টার দিকে রব্বানীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান। এর আগে রোববার বিকালে লাশ ফেরত প্রশ্নে কান্তিভিটা সীমান্তের ৩৮৬ এস-ফোর নং পিলারের কাছে নো-ম্যানস ল্যান্ডে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পযাের্য় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে পাড়িয়া বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার সালাম ও বিএসএফ’র পক্ষে বারোঘড়িয়া কোম্পানি কমান্ডার এসি জি এল ভামার্ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঠাকুরগঁাও সীমান্তে বিএসএফের গুলিতে এই বাংলাদেশি যুবক নিহত ইস্যুতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পযাের্য় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।