পদ্মায় থামছে না ইলিশ নিধন

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

মাদারীপুর প্রতিনিধি
অভিযান চালিয়ে জেল-জরিমানা করে কিছুতেই থামানো যাচ্ছে না পদ্মা নদীতে ইলিশ নিধন। এ সব মা ইলিশ ও জাটকা স্থানীয়ভাবে বিক্রি হচ্ছে পানির দামে। পদ্মাপাড়ে ক্রেতাদের ভিড় লেগেই আছে। সংশ্লিষ্ট কমর্কতার্রাও স্বীকার করলেন তাদের অসহায়ত্বের কথা। জানা গেছে, ডিম ছাড়তে মা ইলিশ ছুটে আসে পদ্মায়। ইলিশের এই প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ থাকে কিছুদিন। যাতে মা ইলিশ নিবিের্ঘœ ডিম ছাড়তে পারে। কিন্তু চিত্রটা ঠিক তার উল্টো! নিষিদ্ধ মৌসুমেও থেমে নেই শিবচরের চারজানাত বন্দরখোলা ও কঁাঠালবাড়ি এলাকার পদ্মা নদীতে ইলিশ শিকার। দেদারছে ইলিশ শিকার করছে জেলেরা। এদিকে স্বাভাবিক সময়ে যে ইলিশের বাজার মূল্য কেজিতে ৮‘শ থেকে ১ হাজার টাকা; সেই ইলিশ বিক্রি হচ্ছে এক থেকে দেড় শত টাকা দরে। এতো সস্তায় ইলিশ পেয়ে স্থানীয় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ভিড় করছে পদ্মা পাড়ে। শিবচর থানার অফিসার ইনচাজর্ জাকির হোসেন মোল­া বলেন, জেলা ও উপজেলা মৎস্য অফিসের কমর্কতার্রা মাঝে মধ্যেই নদীতে মা ইলিশ ধরা বন্ধে অভিযানে নামে। তাদের চাহিদা মত তারা পুলিশ দিয়ে সহযোগিতা করেন। মাদারীপুর জেলা মৎস্য কমর্কতার্ আবদুস সাত্তার বলেন, গত কয়েকদিন ধরেই তারা নদীতে অভিযান পরিচালনা করে আসছেন। কিন্ত অভিযানকালে জালে জড়িত জীবিত মাছ তিনি পানিতে ছেড়ে দেন।