চিকিৎসা বন্ধ করে পিএসটিসি কমীের্দর বিক্ষোভ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

রাজশাহী অফিস
৯ মাসের বকেয়া বেতনের দাবিতে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে পপুলেশন সাভিের্সস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ারের কমীর্রা। মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর বিভিন্ন হেলথ কেয়ারের কেন্দ্রে এ বিক্ষোভ করে কমর্কতার্-কমর্চারীরা। ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন জানান, বেতন ভাতা পরিশোধ না করা হলে আগামীতে আরও কঠোর কমর্সূচিতে যাবেন তারা। আপাতত তারা আউটডোর বন্ধ করে দিয়েছে। কিন্তু বতর্মানে সিজারের জরুরি রোগীদের চিকিৎসা চললেও সেটিও বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, এই কাযর্ক্রমে ১২০ জন কমর্কতার্-কমর্চারী ৯ মাস ধরে বেতন পাচ্ছে না।