শেরপুরে ব্রিজ ভাঙায় দুভোর্গ বেড়েছে জনগণের

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি (ভাঙা ব্রিজ) এলাকার দুটি বেইলি ব্রিজের একটি গত সোমবার রাতে ভেঙে পড়েছে। এতে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী মানুষদের। জানা যায়, শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি নামক এলাকায় অনেক আগে ব্রিজ নিমার্ণ করা হয়েছিল। নিমাের্ণর পর দুই-একবার ব্রিজগুলোর প্লেট রিপিয়ারিং হয়েছিল। কিন্তু গত সোমবার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই সড়ক দিয়ে চলাচল করা অনেকেই ব্রিজটি ভেঙে ঢালাই ব্রিজ নিমাের্ণর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সওজের সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রুহুল আজম জানান, ব্রিজের প্লেটের মেরামত কাজ খুব দ্রæত চলছে। শিগগিরই যান চলাচল করতে পারবে।