পঞ্চগড়-ঠাকুরগঁাও-ঢাকা প্রতিশ্রæতির পরও চালু হয়নি আন্তঃনগর ট্রেন

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ঠাকুরগঁাও প্রতিনিধি
পঞ্চগড়-ঠাকুরগঁাও-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবিতে ঠাকুরগঁাও স্টেশনে জমায়েত Ñযাযাদি
প্রধানমন্ত্রীর ঘোষণা, বারবার প্রতিশ্রæতি ও নতুন অবকাঠামো নিমাের্ণ ৯শ ৮২ কোটি টাকা ব্যয় করার পরও চালু হয়নি পঞ্চগড়-ঠাকুরগঁাও-ঢাকা আন্তঃনগর ট্রেন। প্রয়োজনীয় বরাদ্দ, রেললাইন প্লাটফমর্ আধুনিকায়ন, মিটারগেজ থেকে ব্রডগেজ রেললাইন নিমার্ণ সবই হলো শুধু আন্তঃনগর ট্রেনের হুইসেলটা শুনতে পেল না আজও অবহেলিত জনপদ বলে কথিত ঠাকুরগঁাও-পঞ্চগড়ের মানুষ। গত চারটি ঈদ থেকে আন্তঃনগর ট্রেন চালু হওয়ার কথা, প্রাক্তন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বারবারই বলেন, কিন্তু ট্রেন আর আসে না। ঈদে এ জেলার ঘরে ফেরা মানুষের অবণর্নীয় দুভোর্গ কিছুটা লাঘব হওয়ার আশা করেও মানুষ বঞ্চিত হয়। একাধিক সাংসদ ওই লাইনে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের আশ্বাস দিলেও কাযর্ত এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু দিনাজপুর-পঞ্চগড় রেলপথ ও ঠাকুরগঁাও রেলস্টেশনটি নানাবিধ সমস্যায় জজির্রত হয়ে পড়েছে। এদিকে ঠাকুরগঁাও রেলস্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম জানান, ‘এ লাইনে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই। হাতে এ ব্যাপারে কাগজ না পেলে কিছুই বলতে পারছেন না। তাছাড়া সারা দেশে রেল ইঞ্জিন, রেল কোচ কম। চালক নেই। এমনকি ঢাকা রেলস্টেশন নতুন কোনো ট্রেন রিসিভ করতেও অক্ষম। সেখানে আরো রেললাইন না হলে জটিলতার সৃষ্টি হচ্ছে।’