ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা
প্রকাশ | ৩০ আগস্ট ২০২১, ০০:০০
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)
শেরপুরের শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই ভেতরে হাঁটু পানি জমে যায়। এতে করে বর্তমানে এ কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গা নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ স্বাস্থ্য কেন্দ্র পানিবন্দি হয়ে পড়ে। তাছাড়া বছরের যে কোনো সময় একটু বৃষ্টি হলেই ভেতরে হাঁটু পানি জমে যায়। এতে করে এ কেন্দ্রের স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সীমান্তবর্তী এ ইউনিয়নের সাধারণ মানুষ। এ ব্যাপারে সিংগাবরুনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. বেলায়েত হোসেন বলেন, 'আমি সপ্তাহে সোম ও মঙ্গলবার দুদিন এ কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। বর্তমানে এর ভেতরে পানি ও পলি জমা হয়ে কাদার সৃষ্টি হয়েছে। তাই ভবনের বাইরে উঁচু জায়গায় চেয়ার-টেবিল বসিয়ে কোনোমতে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। এতে ভোগান্তির শিকার হচ্ছে এ ইউনিয়নের মানুষ।' ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, 'এ কেন্দ্রের অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলেই ভেতরে পানি জমে কাদার সৃষ্টি হয়। ইতোমধ্যেই সিংগাবরুনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিত্যক্ত ঘোষণা করে ভবন পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।'