বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
১৬ সেপ্টেম্বর বিশ্ব কিডনি দিবস

নোয়াখালী সরকারি হাসপাতালে অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট

আবু নাছের মঞ্জু, নোয়াখালী
  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

নোয়াখালীতে কিডনি রোগীদের মধ্যে আশার আলো জাগিয়েছে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট। এ ইউনিটের সুন্দর-মনোরম পরিবেশ এবং কর্তব্যরত চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে মানুষের প্রচলিত দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। এখানে নামমাত্র মূল্যে উন্নতমানের সেবা পেতে প্রতিদিন জেলার বাইরে থেকেও কিডনি রোগীরা ভিড় করছেন।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের তত্ত্বাবধানে এ ডায়ালাইসিস ইউনিটের যাত্রা শুরু হয়। ১০ শয্যার এ ইউনিটে শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর, মনোরম পরিবেশে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, নিজস্ব ল্যাব ও পানি বিশুদ্ধকরণ পস্ন্যান্টসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এখানে প্রতিদিন তিন শিফটে প্রতিদিন ৩০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়।

সরকারিভাবে মাত্র ৪০০ থেকে ৭০০ টাকায় এ সেবা পেয়ে ভীষণ খুশি রোগী ও স্বজনরা।

আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. ফজলে এলাহী খাঁন জানান, জেলা পর্যায়ে সরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট দেশে এটাই প্রথম। এ ইউনিটে এখন পর্যন্ত মোট ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়েছে ২৬ হাজার ৯১০ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে