কোনো খুনির মাজার সংসদের পাশে থাকবে না :তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যের পরিবারের মধ্যে চেক হস্তান্তর করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি -যাযাদি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, 'জিয়াউর রহমানের লাশটা কোথায়? চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের নামে কোনো মাজার থাকবে না। কোনো খুনির মাজার জাতীয় সংসদের পাশে থাকবে না। জিয়াউর রহমানের লাশের নামে বাক্স রাখা হয়েছে। আর সেই বাক্সে দোয়া-খাইরাতের নামে নাটক করা হচ্ছে, ফখরুল-রিজভীরা ধাক্কাধাক্কি করছে।' বৃহস্পতিবার রাতে জামালপুর জেলা প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে প্রয়াত ক্লাব সদস্যের পরিবারের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, প্রয়াত সাংবাদিকের স্ত্রী শারমিন জাহান, সাংবাদিক এম. সুলতান আলম, শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকাম প্রমুখ।