বশেমুরবিপ্রবির সাবেক ভিসির সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গৃহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র উলেস্নখ করে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মো. শাহজাহান। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সম্মেলনে লিখিত বক্তব্যে ডক্টর মো. শাহজাহান বলেন, তিনি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সাবেক একজন উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করেছেন। এরপর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালনকালে একটি চক্র তার রিরুদ্ধে গৃহকর্মীকে যৌন হয়রানির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে তার সুনাম ও সম্মান ক্ষুণ্ন করতে লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক ডক্টর মোসা. হালিমা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছিলেন।