নোয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ঘরে পাঠদান

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্নার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অ্যাকাডেমিক ভবন -যাযাদি
কুমিলস্না নগরীর নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে টিনের বেড়া দিয়ে নির্মিত একচালা ঘরে। এতে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের দুর্ভোগের অন্ত নেই। ৩ বছর আগে বিদ্যালয়ের মূল ভবনের ছাদ ও ভিমের পলেস্তারা খসে পড়লে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কায় নানাভাবে সহায়তা নিয়ে ওই টিনের চালা তৈরি করে পাঠদান করছেন শিক্ষকরা। বর্তমানে টিনের এ ঘরটিও জরাজীর্ণ হয়ে আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এখানে একটি নতুন ভবন নির্মাণের জন্য একাধিক আবেদন করলেও কোনো কাজ হয়নি। এ অবস্থায় বিদ্যালয়টির শিক্ষার্থী হ্রাস পেয়ে অর্ধেকে নেমে এসেছে। সরেজমিন গিয়ে জানা যায়, ১৯৯৩ সালে কুমিলস্না সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের নোয়াগ্রাম এলাকায় সাবেক এমপি মনিরুল হক চৌধুরী ও তার স্বজনদের দানকৃত ভূমির একাংশে নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণের কয়েক বছর পর থেকে বৃষ্টির পানিতে ছাদ ও দেয়াল চুইয়ে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছিল। ২০১৮ সালে ভবনের ছাদ ও ভিমের পলেস্তারা খসে পড়লে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে শ্রেণিকক্ষ থেকে দৌড়ে বের হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, 'বিদ্যালয়ের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে সেখানে একটি নতুন ভবন নির্মাণের জন্য ২০১৮ সালের জুলাই মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও চলতি বছরের জুনে কুমিলস্না সদর আসনের এমপি কাছে আবেদন করা হয়েছে।' বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঞ্জুমান আরা বেগম বলেন, 'নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে।' কুমিলস্না সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার প্রান্তিক সাহা জানান, নতুন ভবন নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, এখনো অনুমোদন পাওয়া যায়নি।