কসবায় যুবদলের কমিটি বাতিলে আল্টিমেটাম

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার সকাল ১১টায় উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ৭ দিনের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেন আহ্বায়ক কমিটির নেতারা। কসবা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব আবদুর রহমান সানীর নাম বিক্রি করে তার বড় ভাই ভূঁইয়া ফাউন্ডেশনের নামধারী কবির আহম্মেদ ভূঁইয়া কমিটি বাণিজ্যের মাধ্যমে উপজেলা যুবদল ও পৌর যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত না করেই মাসুদুল হক ভূঁইয়া দিপুকে আহ্বায়ক ও জিয়াউল হুদা শিপনকে সদস্য সচিব করে নিয়ম বহির্ভূতভাবে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। একইভাবে মহসিন আলমকে আহ্বায়ক ও রাকিব মিয়াকে সদস্য সচিব করে কসবা পৌর যুবদলের কমিটিও গত ১২ জুন স্বাক্ষর করে ১২ সেপ্টেম্বর ঘোষণা করেন।