শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কমিটি গঠন

ম জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল করিম সভাপতি ও রবিউল হাসার রুপক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ৩১ সদস্যবিশিষ্ট জয়পুরহাট জেলা কমিটি গঠন করা হয়।

শনিবার জয়পুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাহমুদুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী।

অর্থ বিতরণ

ম শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মাগুরার শ্রীপুর উপজেলার ৩শ' হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ২৫শ' টাকা হারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের উদ্যোগে বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বিমলেন্দু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ শিকদার ও বিশিষ্ট সমাজসেবক শিকদার কামাল হোসেন।

মতবিনিময় সভা

ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও উইভিং শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে টেক্সটাইল মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সাঈদ টেক্সটাইল মিলের মালিক আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন টেক্সটাইল সমিতির ভাইস প্রেসিডেন্ট মো. ফরহাদ হোসেন, সহ-সভাপতি হামিদুল হক খোকন, সালাউদ্দিন আহম্মেদ, আমজাদ হোসেন, শওকত হোসেন, এহতেশামুল হক শামু, খলিল উলস্নাহ, নূর আলী, দেলোয়ার হোসেন।

সাহসিকতার পুরস্কার

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যেরটেক এলাকায় মোটরসাইকেলযোগে ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ পারভেজ (৩৪) নামের এক ট্রাফিক পুলিশ সার্জেন্টকে উদ্ধার করে রাতের অন্ধকারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাসপাতালে নিয়ে যান চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের বাসিন্দা সোহেল মোহাম্মদ হাবিবুলস্নাহ। তার সাহসিকতার এ ভূমিকায় বেঁচে যান আহত পুলিশ সদস্য। সোহেলের এ সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর (পিপিএম)।

ফুটবল প্রতিযোগিতা

ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে শাহানাপাড়া ঊষার আলো ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার ঈদুলপুর মোখশেদ স্মৃতি সংঘ মাঠে খেলার উদ্বোধন করেন রাজাবাড়ীহাট কাস্টম্‌স গোয়েন্দা শাখার সহকারী পরিচালক সুনন্দন দাস রঞ্জন। উপস্থিত ছিলেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, মোখশেদ স্মৃতি সংঘের সভাপতি মো. এনামুল হক।

অবহিতকরণ সভা

ম নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২০৩০ সালের মধ্যে কালাজ্বর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় কালাজ্বর নিমর্ূূল কর্মসূচি সিডিসি (স্বাস্থ্য অধিদপ্তর) ও এসেন্ড বাংলাদেশের সহযোগিতায় কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

উঠান বৈঠক

ম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

পুলিশই জনতা, জনতাই পুলিশ, মাদকমুক্ত দেশ গড়ি, বাল্যবিয়ে বন্ধ করি, ইভটিজিংকে না বলি- এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন।

খাদ্য সহায়তা প্রদান

ম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত ৫০০ জন অসহায় নারীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাটে অবস্থিত হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সিএসএল চত্ত্বরে এ সহায়তা বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উমেন এন্ডিং হাঙ্গারের সহ-সভাপতি মহচেনা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে