বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

হ ব্রাহ্মণবাড়িয়ায় তারিখ ঘোষণা হ দুপচাঁচিয়ায় ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ
ম স্বদেশ ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বিভিন্ন স্থানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত সভায় জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সভায় তৃণমূল প্রতিনিধি সভা, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা, ৬টি উপজেলায় সম্মেলন ও আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সহ-সভাপতি ও পৌর মেয়র নায়ার কবির, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খান খোকন, জাতীয় পরিষদ সদস্য হাজী আবুল কালাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম খোকন প্রমুখ। সভায় ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন, আগামী ৬ অক্টোবর তৃণমূল প্রতিনিধি সভা, ৭ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভা, ১৫ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে জেলার নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, কসবা, আখাউড়া ও নবীনগর- এই ছয়টি উপজেলা সম্মেলন এবং নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে (সম্ভাব্য ২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাজার গোপালপুরে যুবলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মধুহাটি ইউনিয়ন যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্‌ মো. ইব্রাহিম খলিল রাজা। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাট, সাধারণ সম্পাদক ও মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল প্রমুখ।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে সভাপতি আব্দুল হান্নান মোলস্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি লিখিত বক্তব্য পাঠ করেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন মিয়া (বাবু), নায়েব আলী শেখ, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মুন্সি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপস্নব ঘোষকে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিলস্নুল হাকিম সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ-সভাপতি আকবর আলী মর্জি, অ্যাড. গনেশ নারায়ণ চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালুচ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার এমপি। প্রধান বক্তা ছিলেন দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস, এম সাহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে