বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চান্দিনা যুবদলের পাল্টাপাল্টি দুই কমিটি কেন্দ্রে

ম স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কুমিলস্নার চান্দিনা উপজেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার দেড় বছরেও কমিটি গঠন হয়নি। তবে এরই মধ্যে কেন্দ্রে পাল্টাপাল্টি পৃথক দুটি কমিটি জমা দেওয়া হয়েছে। শিগগিরই ঘোষিত হতে যাচ্ছে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। তবে কমিটিতে স্থান পেতে দলে চলছে চরম টানাপোড়েন এবং লবিং-গ্রম্নপিং। অভিযোগ উঠেছে ২০ দলীয় জোটের শরিক দলের এলডিপির সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেকেই আহ্বায়ক কমিটিতে পদ ভাগিয়ে নিতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এতে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ফেব্রম্নয়ারি মাসে চান্দিনা উপজেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া হয়। ৩ মাসের মধ্যে কমিটি গঠন করা কথা থাকলেও করোনার কারণে কমিটি গঠন পিছিয়ে যায়। তবে সম্প্রতি কেন্দ্রীয় কমিটি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিলে দলের আহ্বায়ক কমিটিতে স্থান পেতে অনেকেই লবিং-গ্রম্নপিং শুরু করেন। কেন্দ্রে জমা দেওয়া পাল্টাপাল্টা দুটি আহ্বায়ক কমিটি। এক কমিটির নেতৃত্বে রয়েছেন বিলুপ্ত কমিটির যুবদল নেতা আবুল খায়ের এবং সাইফুল ইসলাম খোকন। অপর কমিটির নেতৃত্বে রয়েছেন ছাত্রদল ছেড়ে এলডিপিতে যুক্ত হওয়া শরীফুজ্জামান। বিএনপি ও যুবদল নেতাদের অভিযোগ এক সময়ের উপজেলা ছাত্রদল সভাপতি শরীফুজ্জামান দল ছেড়ে এলডিপিতে যোগদান করেন। পরে এলডিপির অঙ্গ-সংগঠন গণতান্ত্রিক যুবদলের সভাপতি নির্বাচিত হন শরীফুজ্জামান। তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ ছাড়াও কুমিলস্না উত্তর জেলা বিএনপির আমৃতু্য প্রয়াত সভাপতি খোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার সাক্ষী ছিলেন এই এলডিপি নেতা। খোরশেদ আলমের মৃতু্যর পর চান্দিনায় বিএনপি এবং অঙ্গ-সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত খোরশেদ আলমের পুত্র আতিকুল ইসলাম শাওন।

অভিযোগ প্রসঙ্গে যুবদলের আহ্বায়ক প্রত্যাশী শরীফুজ্জামান বলেন, 'আমি চান্দিনায় দলের দুঃসময়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করেছি, বিগত সংসদ নির্বাচনে ২০ দলের পক্ষ থেকে এলডিপি নেতা অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ মনোনয়ন পাওয়ায় জোটের স্বার্থে এলডিপির সঙ্গে মাঠে কাজ করতে হয়েছে, এর বেশি কিছু নয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে