বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবীনগরের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে -ত্রাণ প্রতিমন্ত্রী

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

নবীনগরের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শন করেন তিনি। এ সময় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন, 'উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ দেখে ভালো লাগল। জনগণের ভাগ্যোন্নয়নে সরকার প্রতিশ্রম্নতিবদ্ধ।

এর আগে তিনি হেলিকপ্টারযোগে সরকারের গৃহহীনদের জন্য তৈরি বড়িকান্দি ইউনিয়নে নুরজাহানপুর আশ্রয়ণ প্রকল্প, বীরগাঁও ইউনিয়নে গাছতলা আশ্রয়ণ প্রকল্প, কৃষ্ণনগর ইউনিয়নে গৌরনগর গ্রামের রাস্তা পরিদর্শন, বড়াইল ইউনিয়নে চরগোসাইপুর আশ্রয়ণ প্রকল্প, লাউরফতেহপুর ইউনিয়নে বিষ্ণপুর আশ্রয়ণ প্রকল্প, বিদ্যাকুট ইউনিয়নে উরখুলিয়া সংযোগ রাস্তা পরিদর্শন শেষে উরখুলিয়া খেলার মাঠে পথসভায় যোগ দেন। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক এমএ হালিম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে