শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কাজ পরিদর্শন

ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের আওতায় এলজিএসপির কাজ মঙ্গলবার পরিদর্শন করেন ইউএনও ফারুক আল মাসুদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান তার সঙ্গে ছিলেন। পরিদর্শনে কাজের গুণগত মান দেখে ইউএনও সন্তুষ্টি প্রকাশ করেন।

ইউএনওর নম্বর ক্লোন

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরের ইউএনও হাসান মারুফের সরকারি নম্বর ক্লোন করে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার প্রতারক চক্রের সদস্য ইউএনও পরিচয়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ইউএনও হাসান মারুফ বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উদ্বুদ্ধকরণ সভা

ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ধুদ্ধকরণ সভা বুধবার সরকারি পূর্ব মাদারীপুর কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান। ইউএনও মো. সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল প্রমুখ।

ত্রৈমাসিক সভা

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা বুধবার পৌর হলরুমে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলন সমাজসেবা কর্মকর্তা মফিজুল উদ্দীন, বাঘা স্বাস্থ্য কমপেস্নক্সের অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, পৌর সচিব মোহাম্মদ রবিউল হক, প্রকৌশলী রেজাউল করিম, ইউজিপ-৩ সাব স্টেশন প্রকৌশলী হাসান ইমাম, মহিলা কাউন্সিলর তামিউন নেছা প্রমুখ।

পোনা অবমুক্ত

ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সরকারি খাল, প্রাতিষ্ঠানিক পুকুর ও পস্নাবনভূমিতে কার্প জাতীয় পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এই পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। এ সময় দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. আল আমিন, বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরে সোনালী ব্যাংকের উদ্যোগে মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মো. ছারোয়ার জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের কিশোরগঞ্জের জেলা ডিজিএম মো. জাহাঙ্গীর আলম ছিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মো. লিয়াকত আলী।

শুভেচ্ছা বিনিময়

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা। মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তারা এমপির পৌর সদরের বাসভবনে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা ইলিয়াস ও আব্দুস সালাম কেরু।

দিনব্যাপী কর্মশালা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনব্যাপী ন্যাশনাল পোর্টাল বিষয়ক কর্মশালা বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর। ইউএনও শেখ ছাদেকের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এটুআই প্রজেক্টের সহকারী প্রোগ্রামার শ্যাম ঘোষ।

কর্মশালা অনুষ্ঠিত

ম পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

কুষ্ঠ রোগে আক্রান্ত ও নিরাময়, উচ্ছেদ কার্যক্রম নিয়ন্ত্রণ, জলাতঙ্ক সচেতনকরণ কল্পে লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কুষ্ঠ নিয়ন্ত্রণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির পানছড়িতে বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উল্টাছড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের জিআরএসসিবিওডিএফ টুন্টু চাকমা প্রমুখ।

১০ বাড়িতে আগুন

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ১০টি পরিবারের বাড়ি পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় তা বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, পশ্চিম হরিণচড়া জামাত পাড়া গ্রামের সামিউল ইসলাম নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। ব্যাটারিটি হঠাৎ বিস্ফোরিত হলে আগুন লেগে আশপাশের ১০টি বাড়ির সম্পদ ভস্মীভূত হয়।

সচেতনতা সভা

ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় পুলিশে লোক নিয়োগ উপলক্ষে সচেতনতা সভা মঙ্গলবার পৌর ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত হয়। ডামুড্যা থানা আয়োজিত এই সভায় ওসি শরীফ আহমেদর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) প্রবীণ কুমার, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সী, এসআই আসলাম, এসআই মাহবুব, এসআই ফয়সাল প্রমুখ।

প্রশিক্ষণ সমাপনী

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী সফ্‌ট স্কিলবিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিআরডিবি হলরুমে অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ইউএনও জাহিদুর রহমান প্রমুখ।

বিজ্ঞান অলিম্পিয়াড

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা এসি ল্যান্ড জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু বাক্কার সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য প্রমুখ।

চেক প্রদান

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে কিডনি, লিভার, সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সভাকক্ষে ইউএনও লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চেক প্রদান করেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।

বীজ ও সার বিতরণ

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় ইউএনও রিয়াজ উদ্দিন, কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে