সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
বীজ ও সার বিতরণ ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বৃহস্পতিবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ইউএনও সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারুল আজীম আনার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহনাজ পারভীন, কৃষি কর্মকর্তা শিকদার মোহাইমেন আক্তার ও সোনার বাংলা ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস। অবহিতকরণ সভা বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ইএসডিওর নবদীপ প্রকল্পের অবহিতকরণ সভা বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, নজরুল ইসলাম লিচ প্রমুখ। সেলাই প্রশিক্ষণ বাগেরহাট সদর প্রতিনিধি বাগেরহাটে লায়ন্স গ্রীণ ক্লাব আয়োজিত মাসব্যাপী নারীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ক্লাবের জেলা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাট লায়ন্স গ্রীণ ক্লাবের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউএনও মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার, ট্রেজারার শিল্পী আক্তার, সদস্য মেহেদী হাসান প্রমুখ। বাইসাইকেল বিতরণ আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান ও তোড়িয়া ইউপি চেয়ারম্যান মো. হাসান হাবিব আল আজাদ। প্রকল্পের অবহিতকরণ হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর আয়োজনে উপজেলা পর্যায়ে প্রকল্প স্ট্রেনদেনথ অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমসের (সিমস) প্রকল্প অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউএনও মো. শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা প্রমুখ। উপশাখা উদ্বোধন চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীতে বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। শহরের শহীদ মিনার রোডের মাইশা পস্নাজায় ব্যাংকটির উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট শাখার ব্যবস্থাপক দেবদাস দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, কলাতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী প্রমুখ। সার বিতরণ বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বৃহস্পতিবার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এই বিতরণ অনুষ্ঠানে ইউএনও আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুল মমিন মন্ডল এমপি। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, থানার ওসি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলশোখ আলী প্রমাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার প্রমুখ। দিবস পালিত ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা জেলা স্কাউটের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাবের সামনের সড়ক থেকে ৪-৫টি বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটের সহসভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, অধ্যক্ষ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ দুলদুল, জেলা স্কাউট শাখার সহকারী কমিশনার এসএম বজলুর কাদের শাহজাহান, প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক শাহানূল কবীর মুন্না প্রমুখ। মোড়ক উন্মোচন সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের লেখা 'নিরন্তর প্রতীক্ষা' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ সম্মেলন কক্ষে অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। অতিথি ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জিপি সম্ভুনাথ সিং, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক গোলাম আজম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বইয়ের লেখক শেখ মফিজুর রহমান। সমন্বয় সভা বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা মিলনায়তনে ইউএনও মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলনাহার ফারুক। আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী বনি আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েল, ভিপিডিপির নির্বাহী প্রকৌশলী মো. সালাহ উদ্দিন খান প্রমুখ। ওসির যোগদান শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখা থানায় নতুন ওসি হিসেবে সোমবার যোগদান করেছেন তারক বিশ্বাস। তিনি এর আগে মাগুরার ডিবি পুলিশে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগ দিয়ে ওসি তারক বিশ্বাস বলেন, শালিখা থানায় তার প্রথম কাজ হবে জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। মতবিনিময় সভা সাপাহার (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর সাপাহারে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) প্রণয়ন এবং অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক ইউনিভার্সিটির আয়োজনে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ইউএনও আব্দুল্যাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন প্রমুখ। বীজ ও সার বিতরণ নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ইউএনও জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ। মাসিক সভা লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভা কক্ষে ইউএনও লুসিকান্ত হাংজয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোলস্না ফয়সল, আব্দুল হাই কামাল প্রমুখ। প্রশিক্ষণ সমাপ্ত মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে অনাবাদি জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উৎপাদন প্রযুক্তি বিষয়ে কৃষক প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে বক্তব্য রাখেন, কফি ও কাজু বাদাম প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (পিপি) কৃষিবিদ আরিফুল ইসলাম, টাঙ্গাইল খামারবাড়ির পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার, অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষিবিদ মাহমুদুল হাসান প্রমুখ।