বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে :খাদ্যমন্ত্রী

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

নওগাঁ ও নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁয় সাংবাদিকতায় অনুসন্ধানমূলক প্রশিক্ষণের সনদ বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার -যাযাদি
সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানমূলক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নওগাঁর স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা হবে কে আগে তথ্য পাবে কে আগে সংবাদ প্রকাশ করবে সেটা নিয়ে। উন্নয়নমূলক সংবাদ প্রচার করে নওগাঁকে সামনে আরও এগিয়ে নিতে সাংবাদিকরা ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজ ও দেশের ভালো করতে পারেন না, তিনি সেটা বিশ্বাস করেন না। কারণ করোনাকালে সাংবাদিকরা সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন- যা সত্যিকার অর্থে প্রসংশার দাবি রাখে। পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, টিটিসির অধ্যক্ষ ওহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন। এদিকে, নিয়ামতপুর উপজেলা পরিষদকর্তৃক বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জয়া মারীয়া পেরেরা সম্প্রতি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, তিনি একজন সৎ অফিসার ছিলেন। করোনার ১ম ও ২য় ঢেউয়ে জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তার সেবা এবং কর্ম নিয়ামতপুরবাসী মনে রাখবে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপস্নব, সব ইউপি চেয়ারম্যান, অফিসাররা প্রমুখ।