'জেলা প্রশাসক হিসেবে অহংকারের কিছু নেই'

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, 'জেলা প্রশাসক হিসেবে অহংকার করার কিছু নেই। আলস্নাহ সম্মান দিয়েছেন, যে কোনো সময় কেড়ে নিতে পারেন। পৃথিবী থেকে আমি চলেও যেতে পারি। এই গুরুদাসপুর থেকে আমি ফিরে যেতে পারব কিনা সেই নিশ্চয়তা কিন্তু আমার নেই, সুতরাং এটি গৌরবের জায়গা নয়।' সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গুরুদাসপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও উপজেলার ইমামদের সঙ্গে মাদক, জঙ্গি, সন্ত্রাস, সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।