বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা

গাজীপুর প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে কোভিড-১৯ বিবেচনায় আগামী নভেম্বর মাসে তাদের 'বিশেষ পরীক্ষা' গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কোভিডের কারণে যেসব শিক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে, তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি কাটিয়ে উঠতে নিয়মিত কাউন্সিলিংয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালু রাখার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৩তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আল মাসুদ হাসানউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মো. গোলাম ফারুক, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গাজী হাসান কামাল, বাংলা একাডেমির পরিচালক ডক্টর জালাল আহমেদ, রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল খালেক, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলী, লালমাটিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টও মো. রফিকুল ইসলাম, কুমিলস্না আইন কলেজের অধ্যক্ষ ডক্টও মুনজুর কাদেরসহ ৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় বিশ্বিবিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তারা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে বিশ্বিবিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েব লিংক (যঃঃঢ়ং://ঁহরাধপ.ঁমপ.মড়া.নফ) ব্যবহার করে কোভিড-১৯ এর ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করতে পারবেন। সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে