মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আটঘরিয়ায় শুরু পৌর নির্বাচনের ডামাডোল

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

পাবনার আটঘরিয়া পৌরসভার নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব অসমাপ্ত নির্বাচন সমাপ্ত করার নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই আটঘরিয়া পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।

আটঘরিয়া পৌরসভার যাত্রা শুরুর পরে একবারই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন। আসন্ন নির্বাচনেও অংশ নিতে তিনি প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে মেয়র পদে ছয়জনের নাম প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

অন্যদিকে, দলীয়ভাবে বিএনপি নির্বাচন বয়কট করার সম্ভাবনা থাকলেও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আমিনুল ইসলামের নির্বাচনে অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে। বিএনপির আরেক নেতা আওরঙ্গজেব বাচ্চুও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন। এ ছাড়া আওয়ামী লীগের জুয়েল, মিঠু, হোসেন আলী বিশ্বাসসহ আরও ৫ নেতাও মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

তবে আওয়ামী লীগের প্রস্তাবিত ছয়জনের মধ্যে যার ভাগ্যে নৌকা প্রতীক জুটবে তার পালস্নাই ভারী হবে বলে মত স্থানীয় বিশ্লেষকদের। তবে সবকিছু পরিষ্কার হবে নির্বাচনী তফশিল ঘোষণার পর। ইতোমধ্যে পৌর এলাকার সবখানেই নির্বাচন ও সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে