মৌলভীবাজারে পাউবোর ১ হাজার কোটি টাকার প্রকল্প

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মনু নদ ভাঙন থেকে মৌলভীবাজার জেলা সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়েছে। এ প্রকল্পটি একেনেক সভায় গেল ২১ জুন অনুমোদিত হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, এটির কার্যসম্পাদনের মেয়াদ ১ জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত। প্রকল্পের আওতায় মোট ৭২টি প্যাকেজ আছে। মৌলভীবাজার পাউবো আরও জানায়, এর মধ্যে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। এছাড়াও ১২টি প্যাকেজের ঠিকাদার মাঠ পর্যায়ে কাজ করছে। আগামী বর্ষা মৌসুমে নদী ভাঙন রক্ষায় জিও ব্যাগ প্যাকেটজাত করা হচ্ছে। এছাড়া সুনাই নদী ভাঙন রক্ষায় ১০ কোটি টাকার দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানি সম্পদ উন্নয়নের জন্য মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা বেষ্টিত কাউয়াদীঘি হাওড়ে ৪৮টি খাল খনন, জেলা শহরের কোদালী ছড়া সেচ প্রকল্প, মনু নদ সেচ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষে ইতোমধ্যে জরিপ কাজ সম্পন্ন করেছে পাউবো। এ ছাড়াও ধলাই নদ প্রকল্প গ্রহণ করা হয়েছে।