শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের শিমরাইল মোড়ে টানা দুইদিন ধরে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ স্থাপনা দোকান ঘর উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে থানা ও শিমরাইল ক্যাম্পের হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শিমরাইল মোড়ে মহাসড়কের পাশে শপিং মলের সামনে ফুটপাত দখল করা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় পুলিশ। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ, শিমরাইল ক্যাম্প টিআই প্রশাসন মশিউর আলম। উচ্ছেদ অভিযান শেষে সন্ধ্যায় সাংবাদিকদের টিআই প্রশাসন মশিউর আলম বলেন, শিমরাইল হাইওয়ে মহাসড়কে পাশে ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা দোকান বসতে দেওয়া হবে না। জনসাধারণ নির্বিঘ্নে নিরাপদ ফুটপাত ব্যবহার এবং চলাচল করবে। চাঁদাবাজি করে শিমরাইল মোড়ে ফুটপাত দখল করার চেষ্টা করলে হাইওয়ে পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে টিআই মশিউর আলম জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে