সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ওপেন হাউস ডে বরিশাল অফিস বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত 'ওপেন হাউস ডে' সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএমপি'র কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার। এ সময় তিনি বলেছেন, 'আমরা ঘরে ঘরে পাড়া মহলস্নায় জনগণকে নিয়ে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় দিন-রাত কাজ করে চলছি।' বুধবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম, কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম প্রমুখ। বিলুপ্তপ্রায় প্রাণীর মৃতু্য ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ধরা জালে আটকে একই সঙ্গে দুটি বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুলের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মিশনের মাঠ থেকে প্রাণী দুটি সবুজ নামে এক কৃষকের মাছ ধরা জালে আটকা পড়ে। এর মধ্যে একটি মৃত ও অন্যটির জীবিত অবস্থায় ছিল। পরে সেটিও মারা যায়। স্থানীয়রা জানায়, এ জাতীয় প্রাণী অনেকটা বনবিড়ালের মতো দেখতে। কিন্তু মুখটা লম্বা ইঁদুরের মতো। দাঁত ধারাল এবং চোখের পলকে গাছে উঠতে পারে। সারা শরীরে বাঘের মতো ডোরা কাটা দাগ আছে। স্থানীয় ভাষায় বাঘঢাসা বলে। আগে গ্রামাঞ্চালে সচরাচরই দেখা যেত। আইনশৃঙ্খলা সভা ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। সভায় টিসিবির এক ডিলারের অনিয়ম খতিয়ে দেখে আইনের মাধ্যমে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের উপর আলোচনা হয়। কালীগঞ্জ ইউএনও সাদিয়া জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, এসিল্যান্ড ভূপালী সরকার, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া প্রমুখ। পরিষ্কার অভিযান কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় নদী দূষণমুক্ত রাখতে এবং লঞ্চঘাটের পরিবেশ ফিরিয়ে আনতে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে। বুধবার অভিযান পরিচালনা করেন পটুয়াখালী বিআইডবিস্নউটিএ কর্মকর্তারা। তারা মাইকিং করে লঞ্চঘাট সংলগ্ন সড়কের দু'পাশের অবৈধ দখলকৃত ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এ সময় এসিল্যান্ড জগৎ বন্ধু মন্ডল, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী বিআইডবিস্নউটিএ'র কর্মকর্তা মো. মহিউদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল লতিফ খালাসি প্রমুখ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার প্রদান বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বানারীপাড়ায় স্বাস্থ্য কমপেস্নক্সে হুইল চেয়ার দিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমের সহধর্মিণী আতিয়াল আলম মিলি। বুধবার তিনি হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোপাল শীল, মেডিকেল অফিসার ডাক্তার হাফিজুর রহমান সাকিল, ডাক্তার সৈয়দ নাজমুল ইসলাম, প্রধান সহকারী মহিউদ্দিন উকিল ও এমটি ইপিআই প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মিসমাবেশ \হমানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন যুবলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার যোগ্যাছোলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আফসার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু অংশেপ্রম্ন মারমার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সামায়উন ফরাজি সামু। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সহ-সভাপতি লার্বেচাই মারমা, আলমগীর হোসেন প্রমুখ। একজনের মৃতু্য বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে করোনায় আরও একজনের মৃতু্য হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় মাত্র ৮ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদিন করোনা শনাক্তের হার ১২.৫০ শতাংশ। বাগেরহাট সদর করোনা ডেডিকেডেট হাসপাতালে চিকিৎসাধীন একজন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। হাসপাতালের আইসোলেশনে রয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৭ হাজার ৬২ জন। আর আক্রান্তে মোট মারা গেছেন ১৪৪ জন। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা বাসির হোসেন এ তথ্য জানিয়েছেন। হুইল চেয়ার প্রদান নকলা (শেরপুর) প্রতিনিধি অবশেষে গরিব-অসহায় পঙ্গু আলাউদ্দিনকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্নপূরণ করলেন শেরপুরের নকলার বানেশ্বদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত। পঙ্গু আলাউদ্দিনের বাড়ি উপজেলার বানেশ্বদী ইউনিয়নের কবুতরমারী চারআনি এলাকায়। বুধবার হুইল চেয়ারটি পেয়ে তিনি খুশিতে আবেগোপস্নুত হয়ে পড়েন। ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত জানান, 'যখন জানতে পারি হুইল চেয়ারের জন্য বহুদিন ধরে ঘুরছেন আলাউদ্দিন, সব সময় বিছানায় শুয়ে থাকেন। তখন নিজ অর্থে নতুন একটি হুইল চেয়ার কিনে তাকে উপহার দেন। চারা বিতরণ পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে অতিদরিদ্র নারীদের বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ব্র্যাকের আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম-ইউপিজির উদ্যোগে চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার সদর উপজেলার লাঠুয়াপাড়া গ্রাম সামাজিক শক্তির উদ্যোগে স্থানীয় মাহবুবার রহমান দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাসুদার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক সুজাউদ্দৌলা, এলাকা ব্যবস্থাপক তরিকুল ইসলাম, ব্র্যাক আঞ্চলিক অফিসের সিনিয়র টেকনিক্যাল অফিসার সাইদুর রহমান, লাঠুয়াপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক সামসুল হক, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আসাদুজ্জামান আসাদ প্রমুখ। মতবিনিময় সভা বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক ইকরামুল হক, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য ওমর ফারুক, সাংবাদিক গাজী শরীফ উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মাহবুব ইবনে মোমেন, জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) ডা. জুলকার নাঈম মজুমদার। বরণ অনুষ্ঠান দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেবিদ্বার উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইউছুফ আসগর, উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার প্রমুখ। মানবিক সহায়তা প্রদান খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামায় ৪০০ দুস্থ পরিবারকে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলের ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী তুলে দেন ১৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৩৬ বীরের (রিয়ার) অধিনায়ক মেজর আব্দুলস্নাহ-আল-ইমরান, পিএসসি। উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, অফিসার ইনচার্জ কামাল হোসেন আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। খাদ্য সহায়তা কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি করোনা মহামারি দুর্যোগে কাজ না থাকায় ঘরবন্দি মানুষ অসহায় হয়ে পড়েছে। এসব মানুষের কথা ভেবে সরকার চালু করে ৩৩৩ জাতীয় কল সেন্টার। অসহায় মানুষ ৩৩৩ নম্বরে ফোন করলে তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রাশাসনের উদ্যোগে ৩৩৩ নম্বরে ফোন দেওয়া ১১৩ জন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর রাহিমা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।