শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষি উপসহকারীরা কৃষকের ভাগ্যে উন্নয়নে কাজ করছেন : কৃষিমন্ত্রী

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২১, ০০:০০
টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন ডিপেস্নামা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতারা -যাযাদি

কৃষি উপসহকারীরা কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি। বৃহস্পতিবার টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষিমন্ত্রীর নিজ বাসভবনে ডিপেস্নামা কৃষিবিদ ইনস্টিটিউশনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-সমমান পদধারীদের ৬টি দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা-সমমান পদধারীরা। দ্বিতীয় শ্রেণি (১০ গ্রেড) বাস্তবায়নের প্রজ্ঞাপন-গেজেট জারিসহ মোট ৬টি দাবি উলিস্নখিত স্মারকলিপিতে প্রদান করা হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শসহ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় ডিপেস্নামা কৃষিবিদ ইনস্টিটিউশন টাঙ্গাইল জেলার সাবেক সভাপতি মোজাফর হোসেন, উপজেলা সভাপতি উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এনামুল করিম ও কৃষিবিদ আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে